ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

Motobad news

মঠবাড়িয়ায় গণ টিকাদান কার্যক্রম শুরু:স্বেচ্ছাশ্রম দিচ্ছে যুবলীগ

মঠবাড়িয়ায় গণ টিকাদান কার্যক্রম শুরু:স্বেচ্ছাশ্রম দিচ্ছে যুবলীগ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা সংক্রমণ রোধে শনিবার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ ২০টি কেন্দ্রে গণ টিকা কার্যক্রম শুরু হয়েছে। এতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি স্বেচ্ছায় কাজ করছেন স্থানীয় যুবলীগ নেতা-কর্মিরা। এসকল টিকাদান কেন্দ্র পরিদর্শণ করেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলী হাসান ও ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. তাজউদ্দিন আহম্মেদ। 


এদিকে সকালে উপজেলার মিরুখালী টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. তাজউদ্দিন আহম্মেদ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সভাপতি ও মিরখালী ইউপি চেয়ারম্যান আবু হানিফ খান। অধ্যক্ষ আলমগীর হোসেন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেল, সহ-সভাপতি আবুল কালাম মোল্লা, বাবু শরীফ. সগীর মাস্টার, আরিফুর রহমান সোহাগ, আরিফুল ইসলাম, যুবলীগ নেতা রামীম আহমেদ. শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। 

সাপলেজা টিকা কেন্দ্র উদ্বোধন করেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়া, টিকিকাটা কেন্দ্র  ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, হলতা গুলিসাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, আমড়াগাছিয়া কেন্দ্র ইউপি চেয়ারম্যান শারমিন জাহান, বড় মাছুয়া কেন্দ্র ইউপি চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদার উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলী হাসান জানান, লোকজন উৎসাহের সাথে টিকা গ্রহণ করছে। এ কার্যক্রম অব্যহত থাকবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন