ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Motobad news
ভিজিডি কার্ড চাওয়ায় 

পিরোজপুরে মেম্বর বাহিনী হাত-পা ভাঙ্গল রিক্সাচালকের

পিরোজপুরে মেম্বর বাহিনী হাত-পা ভাঙ্গল রিক্সাচালকের
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুর জেলার কাউখালীতে ভিজিডি কার্ড চাওয়ার মেম্বরের লোকজন পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে রিক্সাচালক মহারাজের। ঘটনাটি ঘটেছে উপজেলা শিয়ালকাঠী ইউনিয়নের সংকরপুর গ্রামে।

জানা যায়, গত সোমবার বিকালে মহারাজ অটোরিক্সা নিয়া বাড়ী থেকে বের হন। কাউখালী আসার পথে শংকরপুর নামক স্থানে পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় মেম্বর সাকায়েত হোসেনের লোক ইয়াসিন টিটু খানসহ ৩/৪ জনে তাকে পথরোধ করে দেশীও অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করে। এতে মহারাজের পা ভেঙ্গে যায়। গুরতর অবস্থায় তাকে কাউখালী স্বাস্থ্য কমপ্লেস্কে এনে ভর্তি করা হয়। এর আগে তিনি, মেম্বরের ভিজিডি নিকট আবেদন করেন। পরে তিনি ভিজিডি কার্ড না পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখ করেন এলাকার হুমায়ুন, শহিদ আকন, আঃ সালামসহ ধনীদের নামে ভিজিডি কার্ড করা হয়েছে। যা সরকারি বিধি বিধান পরিপন্থি।

বিষয়টি নিয়ে কাউখালী থানায় তিনজন আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় মেম্বর সাকায়েত বিষয়টি অস্বীকার করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা রেজাউল কবির রাজিব বলেন, আমরা আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।


টিএইচএ/
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন