ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Motobad news

উদ্বোধনের অপেক্ষায় দৃষ্টি নন্দন একাডেমিক ভবন 

উদ্বোধনের অপেক্ষায় দৃষ্টি নন্দন একাডেমিক ভবন 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

মুজিব শতবর্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার মিরুখালী ইউনিয়নেয় ১২৬ নং গাবতলা সরকারি বিদ্যালয়ের প্রায় কোটি টাকা ব্যয়ে নতুন দোতালা নতুন স্কুল ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে দৃষ্টি নন্দন আধুনিক এ একাডেমিক স্কুল ভবনটি।
জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় কার্যাদেশ পাবার পর মেসার্স তৌহিদুল বাশার এন্টারপ্রাইজ স্বত্ত¡াধিকারি আবুল বাশার ২০১৯-২০ অর্থ বছরে এ নতুন একাডেমিক ভবনের কাজ শুরু করেন। 

সম্প্রতি ২ তলা বিশিষ্ট আধুনিক এ স্কুল ভবনটি নির্মাণ কাজ সম্পন্ন হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, এ শিক্ষা প্রতিষ্ঠানে সহ¯্রাধিক শিক্ষার্থী রয়েছে। আধুনিক এ স্কুলটি ভবনটি নির্মানের ফলে কক্ষ সংকট দুর হয়েছে। শিক্ষার্থীরাও এখন অনেক স্বাচ্ছন্দে ক্লাস করতে পারবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতা নন্দ দাশ বলেন, মুজিব শতবর্ষে  শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব শতবর্ষে উপহার স্বরূপ আধুনিক এ ভবনটি নির্মাণ হওয়ায় শিক্ষার্থীরা অনেক স্বাচ্ছন্দে ক্লাস করতে পারবে। তিনি আরও বলেন পর্যায়ক্রমে উপজেলার সকল স্কুল ভবন আধুনিকায়ন করা হবে। শিঘ্রই আনুষ্ঠানিক ভাবে এ নতুন ভবনের উদ্বোধন করা হবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন