ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

‘ঘরের শত্রু’ দমনে তালেবানের নতুন কমিশন গঠন

‘ঘরের শত্রু’ দমনে তালেবানের নতুন কমিশন গঠন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

তালেবানের নামের অপব্যবহার, জনগণের সঙ্গে খারাপ আচরণ এবং ন্যাক্কারজনক অতীত হয়েছে- এমন কর্মীদের বহিষ্কারের জন্য নতুন একটি কমিশন গঠন করেছে তালেবান।  দেশটির একটি স্থানীয় সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।

বুধবার তালেবান আনুষ্ঠানিকভাবে ওই কমিশন গঠনের ঘোষণা দেয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং  গোয়েন্দা অধিদপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে ‘ফিল্ট্রাশন কমিশন অব ফোর্স’ নামে নতুন ওই কমিশন গঠন করা হয়।

এ ব্যাপারে তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েদ খোসতাই জানান, দেশের সব প্রদেশেই এই কমিশন কাজ করবে। কমিশনের প্রাদেশিক কার্যালয়গুলোর দায়িত্বে থাকবেন প্রাদেশিক গোয়েন্দা প্রধান।

সায়েদ খোসতাই অবশ্য কাদের বিরুদ্ধে ওই কমিশন ব্যবস্থা নেবে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।  তবে  সরকার ও ইসলামী ব্যবস্থার বিরুদ্ধাচারণ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন তিনি।

তালেবান যোদ্ধার নাম ভাঙিয়ে জনগণের বাড়িতে বন্দুকধারীরা প্রবেশ করছে, এমন বেশকিছু ঘটনা সামনে আসার পর তালেবান নতুন কমিশন গঠনের ঘোষণা দিল।  

এর আগে যেসব তালেবান যোদ্ধারা কাবুলের জনগণ বিশেষ করে নারীদের সঙ্গে আচরণের ব্যাপারে যথেষ্ট প্রশিক্ষিত নন, তাদের বিভিন্ন প্রদেশে পাঠিয়ে দেওয়া হবে বলে সংগঠনটির তরফ থেকে জানানো হয়েছিল।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন