আফগানিস্তানে আবারও মসজিদে বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা


সপ্তাহের ব্যবধানে আফগানিস্তানে জুমার নামাজের সময় একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু মুসল্লি নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (১৫ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলের কান্দাহার প্রদেশে একটি মসজিদে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, বিস্ফোরণটি কান্দাহারের ইমান বারগাহ মসজিদে ঘটেছে। মসজিদটি শিয়া অধ্যুষিত এলাকায় অবস্থিত। এখন পর্যন্ত এ ঘটনার দায় কোনো গোষ্ঠী নেয়নি।
এর আগে গত শুক্রবার (৮ অক্টোবর) আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে একটি শিয়া মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলায় ৫০ জনের বেশি মুসল্লির মৃত্যু হয়।
এমবি
