দুই পুলিশকে পেটালেন বাইক চালক


নবমীর দিন মধ্যরাতে মত্ত অবস্থায় হেলমেট না পরেই দ্রুতগতিতে বাইক চালাচ্ছিলেন ভারতের কলকাতা রাজ্যের ভবানীপুরের এক ব্যক্তি। এমন সময় পুলিশ তার বাইক থামালে তিনি কর্তব্যরত পুলিশ সার্জেন্ট এবং পুলিশকর্মীদের মারধর করে তাদের ওয়ারলেস সেট ছিনিয়ে নেন বলে অভিযোগ উঠেছে। খবর আনন্দবাজার পত্রিকার।
অভিযুক্ত ব্যক্তির নাম সুব্রত দাস ওরফে ভিকি। মত্ত অবস্থায় হেলমেট ছাড়াই দ্রুত গতিতে বাইক চালানো ও পুলিশকে মারধরের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।
অভিযোগ উঠেছে, বাইক থামাতেই আচমকা উত্তেজিত হয়ে ওঠেন ওই বাইক আরোহী। ট্রাফিক সার্জেন্টকে পেটান তিনি। এরপর আরেকজন পুলিশকর্মী এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।
এমবি
