ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

টি-টোয়েন্টি বিশ্বকাপ: চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি কত?

টি-টোয়েন্টি বিশ্বকাপ: চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি কত?
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাছাই পর্ব দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর শুরু হচ্ছে আজ। এই আসরটি ভারতের মাটিতে হওয়ার কথা থাকলেও করোনার কারণে এটি এখন ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। তবে পুরো বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডই (বিসিসিআই) থাকছে।

সর্বশেষ ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০১৮ সালে হবার কথা ছিল। কিন্তু ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের জন্য ২০১৮ সালের আসরটি বাতিল করা হয়। আর সূচি অনুযায়ী ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে হবার কথা থাকলেও করোনার স্থগিত হয়ে যায়। পাঁচ বছর পর ২০২১ সালে অনুষ্ঠিত হচ্ছে সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বিশ্বকাপের এবারের আসরের চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে ১৬ লাখ ডলার প্রাইজমানি। রানার্সআপ দল পাবে এর অর্ধেক, ৮ লাখ ডলার। সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দলের জন্য থাকছে ৪ লাখ ডলার করে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন