ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

কেরালায় প্রবল বৃষ্টিতে নিহত বেড়ে ২৬

কেরালায় প্রবল বৃষ্টিতে নিহত বেড়ে ২৬
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

টানা তিনদিন ধরে ভারতের কেরালায় ভারী বৃষ্টি ও ভূমিধসে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে।এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের তথ্যমতে, ভারী বৃষ্টিপাতের সঙ্গে ভূমিধসে নিখোঁজ হওয়া ব্যক্তিদের সন্ধানে অভিযান চলছে। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে ৩ শিশু রয়েছে। হেলিকপ্টারে করে নৌবাহিনীর একটি দল ত্রাণ সামগ্রী দিয়ে দিচ্ছে। বৃষ্টি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার কেরালার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ইতোমধ্যে উদ্ধার কাজে সহায়তার জন্য জাতীয় দুর্যোগ উদ্ধার বাহিনী মোতায়েন করেছে।

কেন্দ্র অসহায়দের সব ধরনের সহায়তা সরবরাহ করবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, কেরালায় ২০১৮ সালের আগস্টের বন্যায় ৪০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন