ভাণ্ডারিয়ায় কর্মহীণ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ


ভাণ্ডারিয়ায় করোনা কালীন সময়ে কর্মহীণ ৩৫টি পবিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় । সোমবার (২৬এপ্রিল) দুপুরে স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এ ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করা হয় ।
ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ব্যাবস্থাপনায় প্রধানমন্ত্রীর খাদ্য তহবিল থেকে জন প্রতি পাঁচ কেজি চাল,এক কেজি তৈল,এক কেজি আলু,ডাল এক কেজি,লবন এক কেজি,৫০০গ্রাম চিড়া এবং ৫০০ গ্রাম মুড়ি বিতরণ করা হয়।
বিতরণ কাজে অংশ নেন ইউএনও মো. নাজমুল আলম,সহকারী কমিশনার ভূমি মো. তৗহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়নন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, পৌর কাউন্সিলর মো.গোলাম সরওয়ার জোমাদ্দার প্রমুখ।
এইচকেআর
