মঠবাড়িয়ায় স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ


করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধকল্পে মঠবাড়িয়ার জনসাধারনের জন্য স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেছে পিরোজপুর জেলা পরিষদ।
আজ মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সীমিত পরিষরে এক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সরকারী দপ্তর, বেসরকারী প্রতিষ্ঠান ও জন প্রতিনিধিদের হাতে এসব স্বাস্থ্য সুরক্ষা উপকরণ তুলে দেন পিরোজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান।
জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, ওসি মাসুদুজ্জামান, ইউপি চেয়ারম্যান এবিএম ফারুক হাসান, হারুণ আর রশিদ তালুকদার, রফিকুর ইসলাম রিপন, রিয়াজুর আলম ঝনো, নাসির হোসন হাওলাদার। সভায় জেলা পরিষদ চেয়ারম্যনের ব্যক্তিগত সহকারি আব্দুল্লাহ আল মাসুদ, জেলা পরিষদের উচ্চমান সহকারি গাজী বজলুর রহমানসহ সরকারী-বেসরকারী কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
টিএইচএ/
