ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

মেয়র আব্বাস আলী বরখাস্ত

মেয়র আব্বাস আলী বরখাস্ত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তিকারী রাজশাহীর কাটাখালির পৌর মেয়র আব্বাস আলীকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নির্দেশনা এসেছে।

এরআগে গত সোমবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শংকর কুমারের আদালত।

বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ নিয়ে কটূক্তি ও বিতর্কিত মন্তব্য করা কাটাখালি পৌরসভার মেয়রের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল মমিন। সেই মামলায় গত ১ ডিসেম্বর রাজধানী থেকে আব্বাসকে গ্রেপ্তার করে র‍্যাব।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন