ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

বেগমগঞ্জে ১০ বছর পর ধরা খেল মাদক মামলার আসামি

বেগমগঞ্জে ১০ বছর পর ধরা খেল মাদক মামলার আসামি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নোয়াখালীর বেগমগঞ্জে মাদক মামলার এক আসামিকে ১০ বছর পর গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১১।  

গ্রেফতারকৃত মো. কামাল হোসেন (৪০) বেগমগঞ্জ উপজেলার ৬নং রাজগঞ্জ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের রাজুল্যাপুর গ্রামের উজির মিয়া পন্ডিত বাড়ির মৃত আব্দুল হাইয়ের ছেলে।

বুধবার(১৯ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।এর আগে  মঙ্গলবার  রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানাধীন বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১১ সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামি মো. কামাল হোসেনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় একটি মামলা হয়। যার মামলা নং-২৭৮। মামলাটি চলমান রয়েছে। ওই মামলার পর থেকে গ্রেফতার এড়াতে আসামি ১০ বছর পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন