ঘন কুয়াশায় ঢাকা উত্তরের জেলা দিনাজপুর


ঘন কুয়াশা ও তীব্র শীতে কাপঁছে উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুর। শীতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষরা।আকাশ মেঘলা ও হিমেল বাতাসে শীতের তীব্রতাকে বাড়িয়ে দিয়েছে। শুধু দিনাজপুরে নয় কুড়িগ্রাম, পঞ্চগড়সহ বেশ কয়েকটি জেলায় বেড়েছে শীতের প্রকোপ।
রাস্তায় মানুষ ও যানবাহনের চলাচল একবারেই সীমিত। নিতান্তই প্রয়োজন কিংবা জীবিকার তাগিদে ছুটে চলা মানুষের দেখা মিলছে পথে-ঘাটে।সবচেয়ে বিপাকে পড়েছেন খেটেখাওয়া মানুষ।কুয়াশার কারণে দিনের বেলাও দেখা যাচ্ছপ না রাস্তা-ঘাট। গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
রোববার (৩০ জানুয়ারি) দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯১ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৫ কিলোমিটার ছিল। তবে বেলা বৃদ্ধির সাথে সাথে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।
এদিকে, তীব্র শীতে ইরি-বোরোর চারা রোপণ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না, যাদের পাওয়া যাচ্ছে তাদের দিতে হচ্ছে বেশি টাকা। এতে খরচ বেড়ে যাচ্ছে।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আজিমত আলী বলেন, ‘ দিন দিন ঠান্ডা বেড়েই চলেছে। তার সাথে ঘন কুয়াশা, রাস্তায় ও মাঠে কিছুই দেখা যাচ্ছে না। প্রচন্ড ঠান্ডার কারণে কেউই মাঠে কাজ করতে চাচ্ছে না। আর যারা কাজ করছে তাদের দিতে হচ্ছে বেশি টাকা।’
সকালে মাঠে গিয়ে দেখা মেলে বাসুদেবপুর গ্রামের মমতাজ আলী সাথে। তিনি বলেন, ‘ঠাণ্ডার আর ঘন কুয়াশার কারণে জমিতে কাজ করার মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। জমিতে ইরি-বোরো চারা লাগানোর মানুষ না পাওয়ায় বিপাকে পড়েছে জমির মালিকেরা। কাজের লোক না পাওয়ায় আজ নিজেই জমিতে ইরি-বোরো চারা রোপণ করতে আসছি।’
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, চলমান শৈত্যপ্রবাহটি অব্যাহত রয়েছে। তবে ২/১ দিনের মধ্যে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং কিছু কিছু স্থান হতে শৈত্যপ্রবাহটি প্রশমিত হতে পারে। দিনাজপুরে আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৪ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়াও কুড়িগ্রামের রাজারহাটে ৭.৫, সৈয়দপুরে ৮.২, রংপুরে ৯.৫, ডিমলায় ৮.৯, নওগাঁয় ৮.৫, রাজশাহীতে ৮.৬, চুয়াডাঙ্গায় ৮.৬, শ্রীমঙ্গলে ৯.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখন পর্যন্ত তেঁতুলিয়ায় ৭.২ ডিগ্রি সেলসিয়াস।
মোঃ আসাদুল্লাহ আল গালিব / দিনাজপুর
এমবি
