ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

কলেজছাত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: যুবকের ১০ বছর কারাদণ্ড

কলেজছাত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: যুবকের ১০ বছর কারাদণ্ড
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাজশাহীতে কলেজছাত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় সোহেল রানা (২২) নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানার অর্থ পাবেন ভুক্তভোগী ছাত্রী।

এ ছাড়া ওই আসামিকে অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার সকালে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সোহেল রানার বাড়ি নওগাঁর মান্দা উপজেলার পাকুড়িয়া উত্তরপাড়া গ্রামে।

আদালত সূত্রে জানা গেছে, সোহেল রানা তার এলাকার এক কলেজছাত্রীকে প্রেমের প্রস্তাব দিতেন। ওই ছাত্রী এতে সাড়া দেননি। এতে ক্ষিপ্ত হয়ে সোহেল নিজের মোবাইল নম্বর ব্যবহার করে ওই ছাত্রীর বাবার নামে ফেসবুকে একটি ফেইক আইডি খুলে কুরুচিপূর্ণ পোস্ট দিতে থাকেন। ওই ছাত্রীর সম্পর্কে আজেবাজে মন্তব্যও করতে থাকেন।

বিষয়টি নজরে এলে ২০১৮ সালের ৪মে ওই ছাত্রীর বাবা মান্দা থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, মামলার বিচার চলাকালে আদালত ছয়জনের সাক্ষ্যগ্রহণ করেন। এতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। তাই আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি সোহেল রানা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন