পিতার নাম্বারে কল করলে পুলিশ জানায় তার লাশ পাওয়া গেছে


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আব্দুস সাত্তার নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আব্দুস ছত্তার শিবগঞ্জ উপজেলার দিয়াড় ধাইনগর এলাকার বাসিন্দা।
তার ছেলে খোকন জানায়, সোমবার (৩১ জানুয়ারী) দুপুর ১২টায় বাড়ী থেকে জমিতে পানি দেয়ার নাম করে বের হয়। সারারাত অনেক খোঁজাখুজির পর মঙ্গলবার আমার বাবার ফোনে কল দিলে নাচোল থানার পুলিশ জানায় তার লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়ভাবে জানা গেছে, ওই উপজেলার খেসবা গ্রামের মৃত মানিকের স্ত্রী কাঞ্চন বালার বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশের ধারণা অতিরিক্ত মদ্যপ পান করার ফলে ওই ব্যক্তি স্টক করে মারা যেতে পারেন।
নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, খেসবা গ্রামের গ্রাম পুলিশ সুনিল এর মারফত জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে নাচোল থানা নিয়ে এসে ময়নাতদন্তের জন্য চাপাইনবাবগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নাচোল থানায় মঙ্গলবার একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। পরবর্তীতে স্বাক্ষ্য প্রমান ভিত্তিতে মামলা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএমএইচ
