ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

আগামীকাল ইন্দুকানীর চন্ডিপুর ইউনিয়নে ভোট

 আগামীকাল ইন্দুকানীর  চন্ডিপুর ইউনিয়নে ভোট
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

৭ম ধাপে পিরোজপুরের ইন্দুরকানীর চন্ডিপুর ইউনিয়ন পরিষদে আগামীকাল সোমবার নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামীলীগ ও তার শরীক দল জাতীয়পর্টি জেপির মধ্যে মর্যদার লড়াই। নির্বাচনে চেয়ারম্যান পদে  লড়াই হবে জাতীয় পার্টি জেপি  মনোনীত সাইকেল মার্কার চেয়ারম্যান  প্রার্থী  মশিউর রহমান মঞ্জু  ও আওয়ামীলীগ মনোনীত  নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান স্বপনের মধ্যে।

নির্বাচনী প্রচারনার শেষ ভোটারা ভোটের হিসাব মিলাচ্ছে কে কাকে ভোট দিবে। ভয় ভীতি শংকা থাকলেও এ উপজেলায় ৫টি ইউনিয়নের মধ্যে এর আগে ৪টি ইউনিয়নের নির্বাচন কোন অনিয়ম ছাড়াই সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে।

চারটি ইউনিয়নের মধ্যে পত্তাশী ও ইান্দুরকানী সদর ইউনিনে জাতীয় পার্টি জেপি মনোনীত সাইকেল  মার্কার প্রার্থী ও অন্য দুটিতে পাড়েররহাট ও বালিপাড়া ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী বিজয়ী হয়েছে। বাকী চন্ডিপুর ইউনিয়নে নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা ও সাইকেল মার্কার মর্যাদার লড়াই। স্থানীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী জাতীয়পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর মনোনীত তিনবারের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান  সাইকেল মার্কার প্রার্থী মশিউর রহমান মঞ্জু। অপরপক্ষে চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যানপ্রার্থী মিজানুর রহমার স্বপনের মধ্যে লড়াই হবে।

এ ইউনিয়নে ৯ টি ওয়ার্ডের ৯ টি কেন্দ্রে ১৩৬৩৭ ভোটার  রয়েছে।  এর মধ্যে ১,২,,৪,৫, ও ৬ নং ওয়ার্ডে সাইকেল মার্কার প্রার্থী মশিউররহমান মঞ্জুর প্রভাব অনেকটা বেশী।  অপরদিকে ৭,৮ও ৯ নংওয়ার্ডে নৌকা মার্কার প্রার্থী মিজানুর রহমান স্বপনের অনেকটা ঘাটি বলে মনে করছেন সাধারণ ভোটাররা। এছাড়া ৩ নং ওয়ার্ডে নৌকা ও সাইকেলের সমর্থন কাছাকাছি। নির্বাচনে দুই প্রার্থীর  জয়পরাজয়ের ব্যবধান একহাজার থেকে দেড় হাজার ভোটের মধ্যে হতে পারে বলে সচেতন ভোটররা মনে করেন। তবে দুই প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদী।

সাইকেল মার্কার প্রার্থী মশিউ ররহমান মঞ্জু জানান, দীর্ঘ ১৮ বছরের বেশী সময় ধরে আমি বৃহত্তর বালিপাড়া ইউনিয়নের  চেয়ারম্যান ছিলাম, আমার পিতা ও ভাই দীর্ঘ দিন ধরে পঞ্চায়েত ও চেয়ারম্যান ছিলেন,  আল্লাহর রহমতে জনগন আবার ও আমাকে নির্বাচিত করবে। অওয়ামীলীগ মনোনীত  নৌকার প্রার্থী মিজানুর রহমান স্বপন জানান,এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এলাকাবাসী আমাকে নির্বাচিত করবে বলে আমি বিশ্বাস করি। নির্বাচন কমিশনের ভোট নেয়ার সব প্রস্তুতি শেষ হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে একটি ইউনিয়নে  ১১জন ম্যাজিষ্ট্রেড, বিজিবি, র‌্যাব, পুলিশের বিশেষ টিম নির্বাচনের দিন কাজ করবে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন