ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

ভারতে সার পাচারকালে লালমনিরহাটে আটক ২

ভারতে সার পাচারকালে লালমনিরহাটে আটক ২
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

লালমনিরহাটে সার পাচার কালে জেলা গোয়েন্দা সংস্থা (এন,এস,আই) একশত বস্তা পটাশ সারসহ দুই জনকে আটক করেছে। জব্দকৃত পটাশ সার ও আটক দুজন আসামীকে লালমনিরহাট থানায় সোপর্দ করা হয়েছে।

রবিবার ৬ ফেব্রুয়ারী রাতে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট এলাকায় ভারত সীমান্তে পাচার কালে ১০০বস্তা (এমওপি) পটাশ সার আটক করে রাষ্ট্রিয় গোয়েন্দা সংস্থা এন,এস,আই।আটক সারের সাথে ভটভটির চালক সুধাংশু(২৮)ও অহেদুল হক(৩৫) কে আটক করা হয়।সারের ভটভটি জব্দ হবার খবর পেয়ে সারের মূল মালিক এসময় পালিয়ে যায়, গোয়েন্দা সুত্র তা নিশ্চিত করে।

রাষ্ট্রিয় গোয়েন্দা সংস্থা (এন,এস,আই) এর কাছে খবর ছিল,একটি চক্র লালমনিরহাট থেকে (এমওপি) পটাশ সার নিয়ে কুড়িগ্রাম জেলার সীমান্ত দিয়ে ভারতে পাচার করে আসছে দীর্ঘদিন থেকে।চক্রটিকে ধরার জন্য গোয়েন্দা সংস্থার সদস্যরা সোমবার রাতে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমানা, কুলাঘাটে ওৎ পেতে থেকে একশ বস্তা সার সহ একটি ভটভটি গাড়িটি আটক করে ,এসময় ভটভটির চালক আদিতমারী উপজেলা সার পুকুর  ইউনিয়নের সুরেষ চন্দ্রের ছেলে সুধাংশু এবং একই উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের গিলাবাড়ী এলাকার মজিবর রহমানের ছেলে অহিদুল কে আটক করাহয়।সারের মুল মালিক পুলিশ আসার খবর পেয়ে সটকে পড়ে।ভটভটি চালকের পকেট থেকে সারের ডেলিভারী মেমো উদ্ধার করা হয়েছে,সার বিক্রেতা মেসার্স আলম টের্ডার্স,মালিক মোঃশফিকুল ইসলাম,সারপুকুর ইউনিয়ন,এবং ক্রেতা হিসেবে সারপুকুর ইউনিয়নের দীনেশ চন্দ্রের ছেলে তিলক চন্দ্রের নাম উল্লেখ রয়েছে।ক্রেতা এবং বিক্রেতা সহ ফুলবাড়ী উপজেলার পুল পাড়ের মিজানুরের যোগ সাজসে ভারতে এই সার দীর্ঘদিন ধরে পাচার হচ্ছিলো।   আটক দুই ব্যাক্তি সহ আলম টের্ডার্সের শফিকুল,ক্রেতা তিলক চন্দ্র কে আসামী করে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।মামলার বাদী হয়েছেন লালমনিরহাট জেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা (সার) হাজ্জাতুল ইসলাম ।

মামলার বিষয়টি স্বীকার করে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহলম জানান,এন,এস,আই সদস্যরা একশত বস্তা সার সহ দুই পাচারকারী কে থানায় সোপর্দ করেছেন,এই ঘটনায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন, পুলিশ তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় নিয়ে আসবে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন