নিষেধাজ্ঞা অমান্য করে বগুড়ায় চলছে ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা


বগুড়ার কয়েকশ বছরের ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা বসার পর তা এক ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেয় জেলা প্রশাসন। কিন্তু জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে মেলা চালাচ্ছেন আয়োজকরা। বুধবার বেলা ১১ টার দিকে মেলাতে গিয়ে তা এক ঘণ্টার মধ্যে বন্ধ করতে বলেন অতিরিক্ত জেলা প্রশাসক সালাহউদ্দিন। তিনি ঘোষণা দিয়ে মেলার স্থান ত্যাগ করার পরপরই আবারও মেলার কার্যক্রম শুরু করা হয়।
বগুড়া শহর থেকে প্রায় ১১ কিলোমিটার পূর্বে ইছামতীর তীরে পোড়াদহ এলাকায় এ মেলা বসে। ফলে মেলাটি সবার কাছে ‘পোড়াদহ’ মেলা নামেই সর্বাধিক পরিচিত।
অতিরিক্ত জেলা প্রশাসক সালাহউদ্দিন বলেন, ‘বগুড়ায় করোনা সংক্রমণ উদ্বেগজনক। এই কারণে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে মেলার অনুমতি দেওয়া হয়নি। তাই এক ঘণ্টার মধ্যে দোকানের মালামাল নিয়ে মেলা ত্যাগ করতে বলা হয়।’
গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওনক জাহান জানান, করোনা সংক্রমণের কারণে এবার মেলার কোনো অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি উপেক্ষা করেই সাধারণ জনগণ এই মেলায় আয়োজন করেছেন। আমরা মেলায় গিয়ে তাদের নিষেধ করেছি। এক ঘণ্টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা দিয়েছি। করোনা সংক্রমণ রোধে মেলা বন্ধের বিষয়ে জেলা প্রশাসন সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। এবার সরকারি নিষেধাজ্ঞা থাকায় মেলা বাঘাইড় মাছ নেই। তবে অন্যান্য মাছ রয়েছে।
এমইউআর
