কাটাখালীর বরখাস্ত মেয়রের নামে আরও ২ মামলা


রাজশাহী কাটাখালী পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র আব্বাস আলীর নামে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় শরিয়ত আলী ও সাইদুর রহমান নামের দুই ব্যক্তি বাদি হয়ে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী চিফ মেট্রোপলিটন (সিএমএম) আমলী আদালতে মামলা দুটি দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম জানান, মানহানির অভিযোগ এনে বরখাস্তকৃত পৌর মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে তারা এই মামলা করেছেন।
মামলার অভিযোগ আমলে নিয়ে রাজশাহী চিফ মেট্রোপলিটন (সিএমএম) আমলী আদালতের বিচারক মো. মাসুদুজ্জামান তদন্তের জন্য কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
একইসঙ্গে তদন্ত শেষে দ্রুত প্রতিবেদন দাখিল করতে ওসিকে নির্দেশ দিয়েছেন।
এসএমএইচ
