চাঁপাইনবাবগঞ্জে প্রাণী সম্পদ প্রদর্শনী


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উত্তর-রাজারামপুর এলাকার বাসিন্দা এসএম কামাল এলাকায় গড়ে তুলেছেন মেঘনা ড্রেরী ফার্ম। তার খামারে আছে ৩০ মন ওজনের একটি ষাঁড়।
আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনীতে তিনি ষাড়টি প্রদর্শন করেন। মোটাতাজা ষাঁড়টিকে দেখতে উৎসুক জনতা ভীড় করছেন।
কামাল বলেন, ষাঁড়টি হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের। ষাঁড়টির বয়স প্রায় ৩৫ মাস। দাঁত আছে ৪টি। ষাঁড়টির ওজন প্রায় ৩০ মন। এ ষাঁড়টি বিক্রির জন্য প্রদর্শন করা হয়েছে।
তিনি আরও জানান, ২০০৫ সালে মেঘনা ড্রেইরী ফার্মের যাত্রা শুরু হয়। বর্তমানে খামারে আছে ১০টি গাভি আর ষাড় আছে প্রায় ১০টি। সব মিলিয়ে এখন খামারে ২০টি বিভিন্ন জাতের গরু আছে।
এমইউআর
