ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Motobad news

ইউনিসেফ প্রতিনিধি দলের রাবি সফর

ইউনিসেফ প্রতিনিধি দলের রাবি সফর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি ভেরা মেনডোনচারের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেছে।  তারা রাবি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তারা ইউনিসেফ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক নিয়েও আলোচনা করেন। সেখানে অন্যদের মধ্যে রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে উপস্থিত ছিলেন।

ইউনিসেফ প্রতিনিধি দলে ছিলেন রংপুর ও রাজশাহী অঞ্চলের প্রধান নাজিবুল্লাহ হামিম এবং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়র চেঞ্জ অফিসার মঞ্জুর আহমেদ।

পরে প্রতিনিধি দলটি প্রকৌশল অনুষদের সভাকক্ষে রাবির ২৫ জন শিক্ষক ও ১৫ জন শিক্ষার্থীর সাথে ইউনিসেফের কার্যক্রম নিয়ে কথা বলেন।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন