ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Motobad news

বগুড়ায় দুই ভুয়া ব্যারিস্টার গ্রেফতার

বগুড়ায় দুই ভুয়া ব্যারিস্টার গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বগুড়ার শেরপুরে ‘ব্যারিস্টার’ পরিচয়ে সাধারণ মানুষের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই প্রতারকের বিরুদ্ধে। জায়গা-জমির বিরোধ নিষ্পত্তি ও মামলায় জিতিয়ে দেওয়াসহ নানা কৌশলে টাকা হাতিয়ে নিতেন তারা।একপর্যায়ে তাদের প্রতারণার বিষয়টি ধরতে পারেন ভুক্তভোগীরা। সেইসঙ্গে আশ্রয় নেন থানা পুলিশের কাছে। পরে ঘটনার সত্যতা পাওয়ায় প্রতারক চক্রের ওই দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কুসুম্বী ইউনিয়নের ধাওয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন নাটোরের সিংড়া উপজেলার সোয়াইড বালালপাড়া গ্রামের ওসমান আলীর ছেলে মোজাম্মেল হক ওরফে রানা (৩৫) ও শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের জয়নগর গ্রামের আব্দুল খালেকের ছেলে আবু বকর সিদ্দিক ওরফে রাজু মন্ডল (৩৪)। এরমধ্যে মোজাম্মেল হক নিজেকে ভুয়া ব্যারিস্টার আর রাজু তার সহযোগী।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বুধবার সকালে শেরপুর থানায় একটি মামলা হয়েছে। উপজেলার কুসুম্বী ইউনিয়নের ধাওয়াপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে রুবেল হাসান বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ছয় মাস আগে প্রতারক চক্রের সদস্য মোজাম্মেল হক ও রাজু মন্ডলের সঙ্গে পরিচয় ঘটে ভুক্তভোগী রুবেল হাসানের। এরই সূত্রধরে জমি-জমা সংক্রান্ত সমস্যা সমাধানের আশ্বাস দেন। ভয়ঙ্কর প্রতারক মোজাম্মেল হক রানা নিজেকে হাইকোর্টের ব্যারিস্টার পরিচয় দিয়ে রুবেল হাসানের নিকট থেকে ২০২১ সালের ১১ ডিসেম্বর মামলার খরচ বাবদ দুই লাখ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে মামলার রায় পক্ষে নেওয়ার জন্য তার কাছ থেকে আরও এক লাখ ৪০ হাজার টাকা নেওয়া হয়। এছাড়া একই কায়দায় পারিবারিক বিরোধ নিষ্পত্তির নামে ধাওয়া গ্রামের ফারুক হোসেনের নিকট থেকে ৫০ হাজার টাকা ও জায়গা-জমির কাগজপত্র ঠিক করে দেওয়ার কথা বলে ৪০ হাজার টাকা তারা হাতিয়ে নেওয়া নেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম গ্রেফতারকৃতরা প্রতারক চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে সত্যতা মিলেছে। তাই তাদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া প্রতারণার শিকার রুবেল হাসান তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে বগুড়ায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন