ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Motobad news

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুর বিশ্বাস পাড়া গ্রামে র‍্যাব-৫এর একটি দল অভিযান চালিয়ে ৮৬৫ গ্রাম হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক কৃত আসামী হলেন মোঃ শান্ত আলী (২৪), পিতা-মোঃ একরামুল হক, গ্রামঃ-কমলাকান্তপুর, পোস্ট-রানীহাটি, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

র‍্যাব-৫ একপ্রেস বিজ্ঞপ্তিতে জানায় চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‍্যাব-৫ এর রাজশাহীর একটি অপারেশন দল আজ শনিবার রাত ১টা ৪০ মিনিটের সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ১৫নং নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কমলাকান্তপুর বিশ্বাস পাড়া গ্রামের মোঃ একরামুল হকের আধাপাকা একচালা বসত ঘরের ভিতর ধৃত আসামীর শয়ন কক্ষে বিছানার নীচ থেকে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে  ৮৬৫ গ্রাম হেরোইন সহ আসামী মোঃ শান্ত আলী (২৪), পিতা-মোঃ একরামুল হক, সাং-কমলাকান্তপুর, পোস্ট-রানীহাটি, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে আটক করে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন