ঢাকা বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

Motobad news

অর্থ আত্মসাতের মামলায় পল্লী উন্নয়ন কর্মকর্তা শ্রীঘরে

অর্থ আত্মসাতের মামলায় পল্লী উন্নয়ন কর্মকর্তা শ্রীঘরে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নোয়াখালী চাটখিল উপজেলার সাবেক পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আলীম উদ্দিন চৌধুরী নামে এক সাবেক পল্লী উন্নয়ন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার(৯ মার্চ) দুপুরে নোয়াখালী স্পেশাল জজ কোর্ট আদালতের বিচারক এএনএন মোর্শেদ আলম খান জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

একই দিন সন্ধ্যায় জেলা (দুদকের) আইনজীবী মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবি আবুল কাশেম আরো জানান, আলীম চাটখিল উপজেলায় পল্লী উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত কালীন ভুয়া কাগজপত্র তৈরী করে উপজেলা সমবায় সমিতির সদস্যদের থেকে ৪৯ লক্ষ ২৭ হাজার ৪০ টাকা আত্মসাত করে। পরে এ ঘটনায় তৎকালীন চাটখিল উপজেলা পল্লী উন্নয়ন অফিসার কামরুজ্জামান ২০১৬ সালের ১৩ নভেম্বর অভিযুক্ত কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করে। এরপর নোয়াখালী দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় তদন্ত করে তার বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দেন। ঘটনার পর থেকে সে ৬ বছর ৪ মাস ২৪ দিন পলাতক ছিল। ৬ বছর পলাতক থাকার পরে সে আদালতে হাজির হলে বিচারিক তাকে কারাগারে প্রেরণ নির্দেশ দেয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন