ঢাকা বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

Motobad news

শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

শিবপুর উপজেলার শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে বিদ্যালয়ের অফিস কক্ষে নতুন ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের জন্য নির্বাচিত সকল সদস্যদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার ও নির্বাচন পরিচালনার প্রিজাইডিং অফিসার মোঃ গিয়াস উদ্দিন। সভায় নির্বাচিত সকল সদস্যদের সমর্থনে নরসিংদী- ৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহনকে সভাপতি নির্বাচিত ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাধারণ শিক্ষক প্রতিনিধি গাজী তোফাজ্জল হোসেন, আমিনুল ইসলাম, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি নাছিমা আক্তার বৈশাখী, সাধারণ অভিভাবক সদস্য  মোঃ মাকিবুর রহমান মাকিব,শহিদুল ইসলাম শাহিন, ফরিদ আহমেদ ও মোমেন মিয়া, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য রুজিনা আক্তার, দাতা সদস্য মোফাজ্জল হোসেন খান সেজু এবং প্রধান শিক্ষক ও সদস্য সচিব মহব্বত হোসেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন