ঢাকা বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

Motobad news

জঙ্গি সংগঠক মুন্সি ইকবাল আহমেদ গ্রেপ্তার

জঙ্গি সংগঠক মুন্সি ইকবাল আহমেদ গ্রেপ্তার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সাভারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অন্যতম সংগঠক মুন্সি ইকবাল আহমেদকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এ সময় বিভিন্ন উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সন্ত্রাস ও নাশকতার চারটি মামলা রয়েছে।   

শনিবার (১২ মার্চ) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪।

এর আগে গতকাল শুক্রবার (১১ মার্চ) সাভারের রাজাশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মুন্সি ইকবাল আহমেদ (৬২) গোপালগঞ্জ জেলার বাসিন্ধা।

র‌্যাব-৪ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি জানায়, মুন্সী ইকবাল আহমেদ প্রথমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদের নেতা ছিল। পরে ২০০৪ সালের ২১ মে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উদ্দেশে সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে গ্রেনেড হামলার ঘটনার পর তাদের ওপর গোয়েন্দা নজরদারি বেড়ে যায়। এর পর থেকে ইকবাল আহমদ নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে কাজ শুরু করে। বর্তমানে সে আনসার আল ইসলামের অন্যতম সংগঠক বলে স্বীকার করেছে। সংগঠনের অন্য সদস্যদের নিয়ে গতকাল (১১ মার্চ) রাতে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক হয়েছিল বলে জানায়।  

জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, আনসার আল ইসলামের সংগঠক হিসেবে অন্য সদস্যদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে। তার মোবাইল থেকে বিভিন্ন উগ্রবাদী কথোপকথনের ও প্রচার-প্রচারণার প্রমাণও জব্দ করা হয়েছে।   

র‌্যাব আরো জানায়, মুন্সি ইকবাল আহমেদ গোপালগঞ্জ জেলার স্থানীয় একটি কলেজ থেকে এইচএসসি পর্যন্ত লেখাপড়া করে। পরে সাভারে বসবাস শুরু করেন। সে পরিবারের ১০ ভাই-বোনের মধ্যে তৃতীয়। আলোচিত জঙ্গি সংগঠন হুজি বি-এর প্রধান মুফতি হান্নানের ভাই। মুফতি হান্নান ২০০৪ সালের তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলার প্রধান আসামি। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে ফাঁসি কার্যকর হয়। তার আরো দুই ভাই মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত আসামি। ইকবাল আহমেদ বেশ কয়েক বছর যাবৎ নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য দেশে ও দেশের বাইরে আফগানিস্তানে পলাতক থেকে প্রশিক্ষণ নেন।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন