ঢাকা বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

Motobad news

পাবনার উদ্যোগে ৩দিন ব্যাপী বর্ণাঢ্য বাঙালি সাহিত্য সম্মেলন

পাবনার উদ্যোগে ৩দিন ব্যাপী বর্ণাঢ্য বাঙালি সাহিত্য সম্মেলন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ কবিতা সংসদ, প্রধান কার্যালয় পাবনার উদ্যোগে তিনব্যাপী আন্তর্জাতিক বাঙালি সাহিত্য সম্মেলন ১৪২৮ পাবনার সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ প্রফেসর কামরুজ্জামান এর  সভাপতিত্বে অনুষ্ঠিত হলো। সম্মেলনটি উদ্ভোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাহিত্যিক মজিদ মাহমুদ।

প্রধান অতিথির আসন অলংকৃত করেন পাবনা-সিরাজগঞ্জ মহিলা আসনের সংসদ সদস্য মহিলা আসন-৪২, বিশেষ অতিথির আসন অলংকৃত করেন জাতীয় রাজস্ব বোর্ড কর কমিশনের সদস্য শিরিন আকতার, কবি ফরিদ আহমদ দুলাল, ময়মনসিংহ, এস, এম মাহবুব আলম, সম্পাদক দৈনিক সিনসা, রুহুল আমিন বিশ্বাস রানা, চেয়ারম্যান রানা গ্রপ, পাবনা, ডাঃ সারাহ বানু শুচি, সদস্য বাংলা একাডেমি, ঢাকা ও শাওন পান্থ, মহাসচিব ত্রিতরঙ্গ, চট্টগ্রাম। স্বাগত বক্তব্য রাখেন সংসদের  প্রতিষ্ঠাতা সভাপতি কবি মানিক মজুমদার।

বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পূর্ণতা উপলক্ষে ৯ ও ১০ মার্চ শিশু কিশোরদের শিক্ষামূলক প্রতিযোগিতা গোপালপুর শিশু শিক্ষা নিকেতন ১০ মার্চ  বিকাল ৪টা থেকে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর মঞ্চে বাংলাদেশ ও ভারতের কবি সাহিত্যিক শিল্পীদের সমন্বয়ে আন্তর্জাতিক বাঙালি সাহিত্য সম্মেলন, প্রকাশনা উৎসব, পুরষ্কার প্রদান, সেমিনার, কবিতা পাঠ, পাবনার বীর মহিলা মুক্তিযোদ্ধা সেলিনা বানু সাহিত্য পদক’ শিরিন বানু মিতিল সাহিত্য পদক, বাঙলা সাহিত্য স্বর্ণ পদক সহ কবিতা সংসদ সাহিত্য পদক ২০২২ প্রদানে ১৪জন গুণী ব্যক্তিত্বকে গুণীজন সংবর্ধনা প্রদান, বাংলাদেশ কবিতা সংসদ, প্রধান কার্যালয়, পাবনার ২৯ বর্ষে শুভযাত্রা উপলক্ষে আন্তর্জাতিক বাঙালি সাহিত্য সম্মেলনে বাংলাদেশ ও ভারতের প্রতিভাবান গুণীজনদের মধ্যে ২০২২ সালে যাঁরা পদক পেলেন।

 বীর মুক্তিযোদ্ধা শিরীণ বানু মিতিল সাহিত্য পদক ২০২২ পেলেন - ১) আনন্দমোহন রক্ষিত, সাহিত্যে (চট্টগ্রাম), ২) বীর মুক্তিযোদ্ধা নজমল হক খান মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্যে, বগুড়া, ৩) বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া, (সাহিত্যে), রাজবাড়ী, বাঙলা সাহিত্য স্বর্ণপদক ১৪২৮ প্রাপ্তরা হলেন- ৪)  জামাল হোসেন,  কবি ও গীতিকার,  ঢাকা।,  ৫)  অনীক মাহমুদ,  সাহিত্যে,  রাজশাহী। ৬) কাসেদুজ্জামান সেলিম,  কবি ও গীতিকার, যশোর। বাঙলা সাহিত্য পদক ১৪২৮ প্রাপ্তদের পরিচিতি- ৯) মাহমুদ হাসান নিজামী, (সমগ্র সাহিত্যে) ঢাকা,  ১০) সুবর্ণা রহমান , (সঙ্গীতে), চট্টগ্রাম।  সংগ্রামী নারী কমরেড সেলিনা বানু সাহিত্য পদক ২০২২ পেলেন- ৭) কমরেড জাকির হোসেন, বইমেলার সফল আয়োজক,  পাবনা, ৮) দুর্গাপদ মন্ডল- (সম্পাদনা ও সাংগঠনিক) বর্ধমান, ভারত।

কবিতা সংসদ সাহিত্য পদক ২০২২ পেলেন- ১১) তাপসী সিংহ, (আবৃত্তিশিল্পী), কলকাতা, ভারত, ১২) শাওন সগীর সাগর, (চিত্রশিল্পী), মানিকগঞ্জ, ১৩) ফিরোজা পারভীন, (কাব্যসাহিত্যে), পাবনা ও ১৪) সুকুমার বন্দ্যোপাধ্যায়(সাহিত্যে), বর্ধমান, ভারত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও আবৃত্তিশিল্পী আসাদ বাবু ও তার সহযোগী। ভারত থেকে আগত বিশিষ্ট বাচিক শিল্পী তাপসী সিংহর উদ্ভোধনী কবিতা দিয়ে শুরু হয় সাহিত্য সম্মেলন। তাপসী সিংহর আবৃত্তি দর্শক শ্রোতাদের মুগ্ধ করে।

 এ উপলক্ষে অংশগ্রহণকারীদের সচিত্র পরিচিতি ও সাহিত্য সম্ভার নিয়ে বর্ণিল স্মরণিকা ‘শতাব্দীর ধ্র“বতারা’ প্রকাশ হয়েছে। সম্মেলন এর আহ্বায়ক ও সংসদের সভাপতি মানিক মজুমদারের ১০ মার্চ ৫৭তম জন্মদিন হওয়ায় আমন্ত্রিত অতিথিবৃন্দ তাঁকে বিভিন্ন উপহার দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। ১১ মার্চ শুক্রবার সমগ্র বাংলাদেশ ও ভারত থেকে আগত বরেণ্য প্রবীণ- নবীন বাঙালি কবি সাহিত্যিক কণ্ঠ ও নৃত্যশিল্পীদের সমন্বয়ে ‘চর নিকেতন ‘কাব্য মঞ্চে’ আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য সফর ও চডুঁইভাতির আয়োজন করা হয়।

পাবনা শহর থেকে বাস নিয়ে ভ্রাম্যমান সাহিত্য সফর করতে করতে চরগড়গড়ি গিয়ে দিনব্যাপী সাহিত্য আড্ডা, চড়ুঁইভাতি শেষে সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিদের নিয়ে রূপপুর পারমানবিক তাপ বিদ্যু॥কেন্দ্র, পাকশী হার্ডিঞ্জ ব্রীজ, লালন শাহ সেতু ও পদ্মা নদী দর্শনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্ত করে সন্ধ্যায় পাবনায় ফিরে শেষ হয়।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন