ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Motobad news

চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে মুক্তির উৎসব, সুবর্ণজয়ন্তী মেলা ও বীর মুক্তিযোদ্ধা সমাবেশসহ অন্যান্য অনুষ্ঠান আয়োজক বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।

এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সাফল্য এবং অর্জনকে জাতির সামনে তুলে ধরতে হবে। সত্তর দশক থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সাফল্য ও অদ্যাবধি সরকারের সকল উন্নয়ন তুলে ধরতে হবে।স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বাঙালী জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের ৫০ বছরের সাফল্য ও অজর্নকে তুলে ধরতে আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৭দিন ব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার আয়োজন করা হচ্ছে। মেলায় সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করার পাশাপাশি মেলায় স্টলসহ থাকছে। পরিচ্ছন্ন ও সুন্দরভাবে এই মেলার কার্যক্রম হোক।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন মৃধার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এস এ এম ফজল-ই-খুদা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকদৃন্দ। 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন