ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Motobad news

বগুড়ায় ৭ দিনব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উদ্ধোধন

বগুড়ায় ৭ দিনব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উদ্ধোধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বগুড়ায় জেলা প্রশাসনের আয়োজনে ৭ দিনব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা শুরু হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১১ টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে মেলার উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক। 

এসময় পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগ, নিলুফা ইয়াছমিন, এলজিইডি বগুড়ার নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ, সড়ক বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, চেম্বার অফ কমার্সের সহ সভাপতি মাফুজুল ইসলাম রাজ, সহ সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন। ৮৪টি স্টলে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানসহ বেসরকারী প্রতিষ্ঠানের স্টলও রয়েছে। আগামী ২৩ মার্চ পর্যন্ত মেলা চলবে বলে জানা গেছে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন