ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news

ভান্ডারিয়ায় টিসিবির পণ্য বিক্রয় শুরু

ভান্ডারিয়ায় টিসিবির পণ্য বিক্রয় শুরু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভান্ডারিয়ায় রবিবার (২০মার্চ) থেকে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে উপকারভোগীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু করা হয়।

শুরুর দিনে উপজেলার ২নম্বর নদমুলা ইউনিয়নের কলোনী বাজার এবং চরখালী বাসস্ট্যান্ডে এ দুই স্থানে ঐ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১হাজার ৪১৬ জন উপকারভোগীর মাঝে এ পণ্য বিক্রয় করা হয়।

প্রতি কার্ডধারী সোয়াবিন তেল ২লিটার ২২০টাকা,চিনি ২কেজি ১১০টাকা ও মুসরডাল  ২কেজি ১৩০টাকা সহ মোট ৪৬০টাকায় প্রতি প্যাকেজ ক্রয় করেন।

এ বিক্রয় কাজের শুরুর দিনে পৃথক স্থানে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এর উপস্থিতিতে টিসিবি পণ্য বিক্রয় করেন ডিলার মেসার্স আলতাফ স্টোর এর মালিক মো. আলতাফ হোসেন। এসময় ঐ ইউনিয়নের চেয়ারম্যান মো. মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার,আওয়ামী লীগের সভাপনি এমরান হোসেন তালুকদার, ট্যাগ অফিসার নদমুলা ইউনিয়ন ভূমি অফিসের তহসীলদার মো. শিহাব হাসান ,কৃষি কর্মকর্তা মো. রজাউল ইসলাম প্রমুখ।

এ ছাড়া একই দিনে একই দিনে পৃথক ভাবে ভা-ারিয়া পৌর সভার ১,২ ও ৩নং ওয়ার্ডের উপকারভোগীর মাঝেস্থানীয় রিজার্ভ পুকুর পাড়ে অনুরূপ ভাবে বিক্রয় করা হয়।

টিসিবি পণ্য বিক্রয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর ,সদস্য সচিব উপজেলা সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ,পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার ,মো. জালাল সিকদার সহ দ্বায়িত্বপ্রাপ্ত ট্যাগঅফিসার এবং পৌর সভার ডিলার মেসার্স রাহাত ট্রেডার্সের মো. হাফিজ উপকারভোগীর মাঝে এ পণ্য বিক্রয় করেন।

টিসিবি পণ্য বিক্রয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর জানান, নিয়োগপ্রাপ্ত  দুই ডিলার পর্যায়ক্রমে ভা-ারিয়া পৌর সভার ৯টি ওয়ার্ডে ৪হাজার ৫৫০জন কার্ডধারী সহ উপজেলার বাকি ছয়টি ইউনিয়নে ১২হাজার ১৬০জন কার্ডধারী এ সুবিধা ভোগ করবেন। এ সকল স্থানে বিক্রয়কালে ট্যাগ অফিসারের দ্বায়িত্বে আমাদের সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে সরকারি নির্দেশনা মোতাবেক বিক্রয় করা হবে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

অন্যদিকে এ কার্ডের আওতায় ১নম্বর ভিটাবাড়ীয়া ইউনিয়নে ১২০০শ,২নম্বর নদমুলা ইউনিয়নে  ১,৪১৬শ,৩নম্বর তেলিখালী ইউনিয়নে ১,৫৫১শ, ৪নম্বর ইউড়ি ইউনিয়নে ১,৩৬৮শ,৫নম্বর ধাওয়া ইউনিয়নে ১,৪৩০শ এবং ৭নং গৌরীপুর ইউনিয়নে ১,৩৭২ জন কার্ডধারীর কাছে এ পণ্য বিক্রয় করা হবে।

এদিকে শুরুর দিনে সরেজমিনে নদমুলা এবং পৌরসভায় বর্তমান সময়ে নানা কারনে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি থাকায় রমজান উপলক্ষে বাজারের চেয়ে কম মূল্যে তেল,ডাল,চিনি পেয়ে খুশি ক্রেতারা।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন