ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news

ভাণ্ডারিয়ায় জেপির উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ভাণ্ডারিয়ায় জেপির উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


পিরোজপুরের ভাণ্ডরিয়ায় জাতীয় পার্টি-জেপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
          

এ উপলক্ষে শনিবার রাতে(২৬মার্চ) স্থানীয় রিজার্ভ পুকুর পার জেপির উপজেলা দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় জেপির স্থানীয় জেষ্ঠ্য নেতারা তাদের বক্তব্যে বলেন,নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে আমাদের ও অনেক দ্বায় দ্বায়িত্ব আছে। ঢাকার রেসকোর্স ময়দানে হোসেন শহীদ সোহ্রোয়ার্দী তার এক বক্তৃতায় বলেছিলেন “কলম আর কণ্ঠ সমান ভাবে চললে এ দেশের স্বাধীনতা অনিবার্য”  সোহ্রোয়াদী সাহেব ঐসময় উপস্থিত জনতাকে বোঝাতে চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্যকে যদি মানিক মিয়া সংবাদ প্রকাশের মাধ্যমে প্রকাশ করেন তা হলে মানুষের মধ্যে দেশ স্বাধীনে একটা জনমত তৈরী হবে। আর যখন মানুষ সঠিক তথ্য পাবে তখন তারা উজ্জ¦ীবিত হয়ে দেশ স্বাধীনে বৃটিশ বেনিয়াদের বিরুদ্ধে ঝাপিয়ে পরবে।  বক্তারা আরো বলেন,উপ-মহাদেশের প্রখ্যাত সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়া তখন তার প্রতিষ্ঠিত দৈনিক ইত্তেফাকে  ছদ্মনামে মোসাফির কলাম লেখনির মাধ্যমে জনমত গড়তে সক্ষম হয়েছিল। ১৯৬৯ পিন্ডিতে মানিক মিয়ার আকস্মিক মৃত্যুর পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন আমি বড় ভাইকে হাড়িয়ে একা হয়ে পরেছি ! আমার ডান হাত ভেঙ্গে গেল ! কালজয়ী এই নেতাদের কারনে আজ আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে পারছি। আমাদের নেতা আনোয়ার হোসেন মঞ্জু এমপি ছাত্ররাজনীতি অবস্থায় ই জাতির পিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের খুব স্নেহভাজন ছিলেন। আনোয়ার হোসেন মঞ্জু’র মেধা এবং সাহসীকতার জন্য ছোট বেলা থেকেই বঙ্গবন্ধু অত্যন্ত স্নেহ করতেন। 

আলোচনা সভায়  জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা,সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, যুগ্ম আহবায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী ,জেপি নেতা  শফিকুল আলম খোকন সিকদার ও কাউন্সিলর মো. মানিক হাওলাদার প্রমুখ। পরে মহান স্বাধীনতায় আত্মদানকারী সকল শহিদদের আত্মার শান্তি কমনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহাফুজুর রহমান। 

এসময় জেপি অঙ্গসংগঠনের উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নের্তৃবৃন্দ ছাড়াও বাজারের ব্যবসায়ী নের্তৃবৃন্দ দোয়ায় শরিক হন। 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন