ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Motobad news

স্ত্রীকে হত্যার দায়ে মাদ্রাসাশিক্ষকের ফাঁসির আদেশ

স্ত্রীকে হত্যার দায়ে মাদ্রাসাশিক্ষকের ফাঁসির আদেশ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাজশাহীতে স্ত্রীকে হত্যার দায়ে মাদ্রাসাশিক্ষক আক্কাস আলীর (৪০) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ জনাকীর্ণ আদালতে এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত আক্কাস আলী মোহনপুর উপজেলার হাজারপাড়া এলাকার বাসিন্দা। তিনি উপজেলার মহিষকুণ্ডি দাখিল মাদ্রাসার ক্বারিয়ানা শিক্ষক ছিলেন। রায় ঘোষণাকালে আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন তিনি। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

জানা গেছে, আক্কাস আলীর স্ত্রী ফরিদা বিবি একটি বেসরকারি সংস্থা পরিচালিত বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পারিবারিক বিবাদের জেরে ২০১৩ সালের ২৯ জানুয়ারি সন্ধ্যায় স্বামীর বাড়িতেই নৃশংসভাবে খুন হন তিনি। ওই দিনই এ ঘটনায় নিহত ফরিদা বিবির ভাই মামুনার রশীদ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশের অভিযানে গ্রেপ্তার হন আক্কাস আলী। স্ত্রী হত্যা মামলায় গ্রেপ্তারের পর চাকরি হারান এই শিক্ষক।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান মিঠু জানান, যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরেই স্ত্রীকে নির্যাতন করতেন আক্কাস আলী। এ নিয়ে বিবাদের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করেন তিনি। হত্যাকাণ্ডের পরই আক্কাস আলী পুলিশের অভিযানে গ্রেপ্তার হন। এরপর থেকেই তিনি কারাবন্দী ছিলেন। পরে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এ মামলায় ২৩ জনের সাক্ষ্য নেন আদালত। 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন