ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

দুবলার চরে শুঁটকি থেকে ৩ কোটি ৮৫ লাখ টাকা রাজস্ব আদায়

দুবলার চরে শুঁটকি থেকে ৩ কোটি ৮৫ লাখ টাকা রাজস্ব আদায়
ছবি: ইন্টারনেট
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের বঙ্গোপসাগর পাড়ের দুবলার চরের শুঁটকির মৌসুম শেষ হয়েছে। বনবিভাগের বেঁধে দেয়া সময়সীমা অনুযায়ী ৩১ মার্চের মধ্যে জেলেদের দুবলা ছাড়তে হবে। 

টানা ৫ মাসের শুটকি মৌসুম পার করে এখন বাড়ি-ঘরে ফিরছেন তারা। পূর্ব 


সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, এ মৌসুমে দুবলার শুঁটকির কারবার থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩ কোটি ২০ লাখ টাকা থাকলেও তার চেয়ে বেশি হয়েছে। এবার আয় হয়েছে ৩ কোটি ৮৫ লাখ ৩৭ হাজার ১৯৮ টাকা। 


তিনি বলেন, ‘সদ্য শেষ হওয়া এ মৌসুমে বড় ধরনের ঝড়-জলোচ্ছ্বাস না থাকায় এবং সুন্দরবন দস্যুমুক্ত থাকায় বিগত দিনের লোকসান কাটিয়ে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পেরেছেন জেলেরা।’


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন