দুবলার চরে শুঁটকি থেকে ৩ কোটি ৮৫ লাখ টাকা রাজস্ব আদায়


বাগেরহাটের পূর্ব সুন্দরবনের বঙ্গোপসাগর পাড়ের দুবলার চরের শুঁটকির মৌসুম শেষ হয়েছে। বনবিভাগের বেঁধে দেয়া সময়সীমা অনুযায়ী ৩১ মার্চের মধ্যে জেলেদের দুবলা ছাড়তে হবে।
টানা ৫ মাসের শুটকি মৌসুম পার করে এখন বাড়ি-ঘরে ফিরছেন তারা। পূর্ব
সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, এ মৌসুমে দুবলার শুঁটকির কারবার থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩ কোটি ২০ লাখ টাকা থাকলেও তার চেয়ে বেশি হয়েছে। এবার আয় হয়েছে ৩ কোটি ৮৫ লাখ ৩৭ হাজার ১৯৮ টাকা।
তিনি বলেন, ‘সদ্য শেষ হওয়া এ মৌসুমে বড় ধরনের ঝড়-জলোচ্ছ্বাস না থাকায় এবং সুন্দরবন দস্যুমুক্ত থাকায় বিগত দিনের লোকসান কাটিয়ে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পেরেছেন জেলেরা।’
এসএমএইচ
