র্যাবের অভিযানে ১ হাজার ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১


চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার মহারাজপুর ঘোড়াষ্ট্যান্ড এলাকা থেকে ১ হাজার ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করে র্যাব-৫ এর একটি আভিধানিক দল। গ্রেফতারকৃত আসামি মোঃ অপু শেখ (২৮), পিতা-মৃত মোখলেছুর রহমান, গ্রাম-বারোঘরিয়া নীল কুঠির মাঠ, থানা ও জেলা- চাঁপাইনবাবগঞ্জ।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ৬ এপ্রিল রাত ১০টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চাঁপাইনবাবগঞ্জ হতে সোনামসজিদ রোডে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এর নেতৃত্বে ১টি মোবাইল ফোন, ১টি সীমকার্ডটসহ আসামি মোঃ অপু শেখ (২৮), পিতা-মৃত মোখলেছুর রহমান, গ্রাম-বারোঘরিয়া নীল কুঠির মাঠ, থানা ও জেলা- চাঁপাইনবাবগঞ্জকে হাতেনাতে গ্রেফতার করে।
তাত্ক্ষণিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ভারতীয় ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা রুজু করা হয়।
এমইউআর
