ঢাকা বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

Motobad news

ভান্ডারিয়া প্রতিবন্ধী নারী ধর্ষণ

ভান্ডারিয়া প্রতিবন্ধী নারী ধর্ষণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামে এক বাক প্রতিবন্ধী নারী (৩৫) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক প্রতিবেশী সরোয়ার ফরাজীকে আটক করেছে পুলিশ। আটক সরোয়ার জুনিয়াগ্রামের মোর্শারফ ফরাজীর ছেলে। 

ভিকটিমের ছোট বোন বাদী হয়ে অভিযুক্ত সরোয়ার ফরাজী কে আসামি করে থানায় মামলা করেছেন। এর আগে শনিবার বিকেলে এই ধর্ষণের ঘটনা ঘটে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, মা মারা যাওয়ার পরে বাক প্রতিবন্ধী ওই নারী তার ছোট বোনের বাড়িতে বসবাস করত। 

শনিবার বিকেলে প্রতিবন্ধী বোনকে বাড়িতে রেখে পার্শ্ববতি ব্যারাক হাউজে কাজে যান ছোট বোন। এ সময় প্রতিবন্ধী নারীকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী সরোয়ার ফরাজী ধর্ষণ করে। ঘটনার সময় ছোট বোন চলে এলে সরোয়ার ফরাজী কৌশলে পালিয়ে যায়। 

এ ঘটনায় ভুক্ত ভোগী মেয়েটির বোন বাদী হয়ে শনিবার রাতে  ভান্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। 

এবিষয়ে ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামীকে আটকের পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন