ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • ইঁদুরের গর্ত থেকে শেখ হাসিনার সম্পত্তি বের হচ্ছে: বরিশালে রিজভী বাবুগঞ্জে মাটি কাটার অপরাধে ৩ ইট ভাটাকে জরিমানা  বরিশালে ভাড়াবাসায় মিলল স্কুলশিক্ষকের লাশ পাড়ায় পাড়ায় প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলন: নাহিদ ইসলাম কলাপাড়ায় লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে সহিংসতাকারীদের গ্রেফতার দাবিতে ঢাকায় এনসিপির বিক্ষোভ পরিকল্পিতভাবে গাজার সব ভবন ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল: বিবিসি অবশেষে ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের মিশন জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও মানুষের কাছে দৃশ্যমান: প্রধান উপদেষ্টা আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’, পুলিশ সদস্য প্রত্যাহার
  • লালমোহনে জেলেদের জালে পড়ল ৫ কেজির দুই রাজা ইলিশ

    লালমোহনে জেলেদের জালে পড়ল ৫ কেজির দুই রাজা ইলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে দুটি রাজা ইলিশ। এদের ওজন হয়েছে পাঁচ কেজি। ইলিশ দুটি স্থানীয় আড়তে সাত হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়।  বুধবার (৪ মে) সন্ধ্যায় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তির খাল মৎস্য ঘাটে এ ইলিশ দুটি ডাকে বিক্রি করা হয়।

    এর আগে ওই এলাকার জেলে গিয়াস উদ্দিন মাঝির নৌকায় মাছ দুটি ধরা পড়ে। একেকটির ওজনে আড়াই কেজি করে। এটি এ মৌসুমের সবচেয়ে বড় ইলিশ বলে দাবি জেলেদের।

    গিয়াস উদ্দিন মাঝি জানান, দুপুর ১২টার দিকে লালমোহনের বাতির খাল থেকে ১১ জন জেলে নিয়ে মাছ শিকারে যান তারা। বিকেল ৪টা পর্যন্ত নদীতে জাল ফেলে দুটি আড়াই কেজি ওজনের রাজা ইলিশসহ প্রায় ২০টি ইলিশ পেয়েছেন। এসব মাছের মূল্য প্রায় ১০ হাজার টাকা হবে। এত বড় মাছ এর আগে তাদের জালে ধরা পড়েনি। ইলিশ দুটি আড়তে নিয়ে সাত হাজার ৯০০ টাকা বিক্রি করা হয়।

    ওই ঘাটের আড়তদার মো. শাহিন জানান, দুই-তিন দিন ধরে জেলেদের জালে বড় সাইজের ইলিশ ধরা পড়েছে। তবে এ দুটি মাছ অন্যগুলোর তুলনায় কিছুটা বড় ছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ