লালমোহনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


ভোলার লালমোহন উপজেলায় জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে। রবিবার বিকালে বেলুন উড়িয়ে খেলার উদ্ধোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা শাহাবুদ্দিন, উপজেলা ক্রিয়া সংস্থার সাধারন সম্পাদক আহাদুল ইসলাম সুজনসহ আরো অনেকে।
উদ্বোধনী খেলায় ধোলীগৌর নগর ইউনিয়ন ও বদরপুর ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করেন।
এমইউআর
