ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম

টেকসই উন্নয়ন নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি নূরুন্নবী চৌধুরী

টেকসই উন্নয়ন নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি নূরুন্নবী চৌধুরী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশের টেকসই উন্নয়ন নিশ্চিতে আওয়ামীলীগ সরকার নিরলসভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। সোমবার দুপুরে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের বেড়িরমাথা এলাকায় নতুন লঞ্চঘাটে স্টিল জেটি স্পাড স্থাপন ও কার্গোশেড নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এমপি শাওন আরও বলেন, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ও দেশের মানুষের উন্নয়নে ইতোমধ্যে বড় বড় প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করেছেন তিনি। এসব মেগা প্রকল্প গ্রহণ শুধু শেখ হাসিনার দ্বারাই সম্ভব।

বিআইডব্লিউটিএর বরিশাল ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ, ইউপি চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকার প্রমুখ।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ