ঢাকা বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘পুলিশে কইছে সরকার আনবে, কিন্তু কবে আনবে তা তো কয় না’ মৎস্যজীবী লীগের সাবেক সভাপতিসহ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান ককটেল বিস্ফোরণে উড়ে গেছে ঘর, জমিতে পড়ে ছিল মরদেহ জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ অনুমোদনের অপেক্ষায় বরিশাল মহানগরের বহিস্কৃত তিন নেতাকে সুখবর দিল বিএনপি ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা প্রধান আসামিসহ সংশ্লিষ্টদের ৫৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ তারেক রহমান আগামীদিনের গণতন্ত্রের টর্চবেয়ারার: আমীর খসরু কারাগারে অসুস্থ সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ, ঢামেকে ভর্তি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোলায় যুবদল–শ্রমিক দলের সংঘর্ষ, আহত ১৫
  • ক্যাম্পাসে বখাটেদের আস্তানা, দায় কার?

    ক্যাম্পাসে বখাটেদের আস্তানা, দায় কার?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য প্রতিষ্ঠান প্রাঙ্গন যদি হয় বখাটেদের আস্তানা তাহলে এ দায় কার? অবশ্যই সে দায় প্রতিষ্ঠান প্রধান ও প্রশাসনের।

    বর্তমান সময়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনগুলোতে বখাটেদের আনাগোনা বাড়ছে। ক্যাম্পাসে তারা নিয়মিত আনাগোনা করায় ক্যাম্পাসের পরিবেশকে নানাভাবে বিঘ্ন করছে। যত্রতত্র তারা আসর বসাচ্ছে ‘আই ডোন্ট কেয়ার’ এর মতো।

    ফলে ক্যাম্পাসগুলোতে অসস্তিকর অবস্থা বিরাজ করছে। অধিকাংশ শিক্ষার্থীরা এইসব ’থ্রী ফোরটি’ বখাটেদের কারণে নিরাপত্তাহীনতায় ভোগে এবং মুক্তভাবে চলাফেরা করতে পারছেনা। শুধু শিক্ষার্থীরাই নন বখাটেরা অতিষ্ঠ করছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্যদের।

    এছাড়াও নারীদের উত্যক্ত করা যেন তাদের নেশায় পরিণত হয়েছে। যার ফলে ক্যাম্পাসে বখাটেদের দ্বারা নারী শিক্ষার্থীদের উত্যক্ত করার  ঘটনা আমরা প্রায় দেখতে পাই। বেশিরভাগ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আস্তানা রয়েছে বখাটেদের। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আশপাশের লোকাল পথভ্রষ্ট কিছু ছেলেপানেরা ও কিছু বৃত্তিভোগী বখাটে হিসেবে কাজ করে।

    তারা বিভিন্ন পয়েন্টে আড্ডা দেয়াসহ নারী শিক্ষার্থীদের ইভটিজিং, উস্কানিমূলক কর্মকান্ড, মারধর ও নানা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে চলছে। এছাড়াও রাতভর বখাটেরা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, হলের পেছনে উচ্চস্বরে গান-বাজনা ও গাঁজার আসর বসায়। 

    ফলে হলে অবস্থানরত শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশের ব্যাঘাত ঘটে। সবকিছু দেখেও  বিশ্ববিদ্যালয় প্রশাসন মুখ বুজে সহ্য করে থাকে দিনের পর দিন। বখাটেদের উৎখাত করতে পরিচালনা করা হয় না কোনো ধরনের অভিযান। বলতে গেলে তারাই যেন উস্কে দিচ্ছে ক্যাম্পাসগুলোকে বখাটেদের আস্তানায় পরিণত করতে।

    এ দায় নিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। অচিরেই সব ক্যাম্পাসে বখাটেদের শক্ত হাতে দমন করতে নিতে হবে নানাবিধ উদ্যোগ।

    আবু হাসনাত তুহিন
    শিক্ষার্থী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
    আইন ও ভূমি প্রশাসন


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ