ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

গর্ভপাত আইন বাতিলকে ‘ঈশ্বরের সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প

গর্ভপাত আইন বাতিলকে ‘ঈশ্বরের সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মার্কিন যুক্তরাষ্ট্রে গর্ভপাত আইন বাতিল হওয়া নিয়ে কয়েক দশক ধরে আলোচনা সমালোচনা চলছে। গর্ভপাতের অধিকার দেওয়া এরকম একটি পুরোনো আইন বাতিল করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এ আদেশের প্রতিক্রিয়ায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ঈশ্বরই এমন সিদ্ধান্ত দিয়েছেন।’

স্থানীয় সময় গতকাল শুক্রবার রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ সুপ্রিম কোর্ট ৬-৩ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এ রায় দেন। জাতীয় আইনটি বাতিল করে আদেশে বলা হয়েছে, এখন অঙ্গরাজ্যগুলো নিজেদের সিদ্ধান্ত মোতাবেক গর্ভপাতের অনুমতি প্রদান অথবা নিষেধাজ্ঞা আরোপ করে আইন করতে পারে।

এই আদেশের পর ফক্স নিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ‘সংবিধান মেনেই এটা হচ্ছে। অধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে। এটা তাদের আরও আগে ফিরিয়ে দেওয়া উচিত ছিল।’

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে সুপ্রিম কোর্টে তিনজন রক্ষণশীল বিচারক নিয়োগ দেন। তাই এ আদেশে নিজের ভূমিকা আছে বলে মনে করেন কি না, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘ঈশ্বর এ সিদ্ধান্ত দিয়েছেন।’

তবে কিছুক্ষণ পরে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আজকের এ সিদ্ধান্ত একটি প্রজন্মের জীবনে সবচেয়ে বড় জয়। এটি সম্ভব হয়েছে আমি সবকিছু বাস্তবায়ন করেছিলাম বলেই। এর মধ্যে রয়েছে তিনজন অত্যন্ত সম্মানিত ও শক্তিশালী সংবিধান বিশেষজ্ঞকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে মনোনয়ন ও নিয়োগ নিশ্চিত করা। এ কাজ করতে পারা আমার জন্য অনেক বড় সম্মানের।’

জনগণের উদ্দেশে বিবৃতিতে ট্রাম্প আরও বলেন, ‘যদিও উগ্র বামপন্থীরা আমাদের দেশটি ধ্বংস করতে তাদের সামর্থ্যের সবকিছুই করছে, (সুপ্রিম কোর্টের কল্যাণে) আপনাদের অধিকার সুরক্ষা পাচ্ছে। দেশকে রক্ষা করা হচ্ছে। এখনো আশা আছে। এখন আমেরিকাকে রক্ষা করার সময়।’

সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের জাতির মহান জনগণের জন্য লড়াইয়ে আমি কখনো ক্ষান্ত দেব না।’

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘গর্ভপাত অধিকার আইনের বিরুদ্ধে দেওয়া রায়ে তিনি স্তম্ভিত। যুক্তরাষ্ট্রের জন্য এক দুঃখের দিন। দেশ এক চরম ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক পথে পা রাখল।’

হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে বাইডেন বলেন, ‘আদালত বিগত ৫০ বছরে যা করেনি, সেটিই এখন করেছে। আদালত বিশেষত, সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে, যেটি বহু মার্কিনির কাছে খুবই মৌলিক একটি অধিকার। আদালতের রায় এতটাই নির্মম যে নারীরা একজন ধর্ষকের সন্তানও জন্ম দিতে বাধ্য হবেন।’

বাইডেন মনে করেন, ‘রো বনাম ওয়েড’এমন একটি সিদ্ধান্ত ছিল, যাতে নারীর গর্ভপাতের পথ বেছে নেওয়ার অধিকার এবং অঙ্গরাজ্যের এ বিষয়টি পরিচালনা করার এখতিয়ারের মধ্যে একটা ভারসাম্য বজায় ছিল। আর তা বেশির ভাগ মার্কিনির কাছে গ্রহণযোগ্যও ছিল।’

যুক্তরাষ্ট্রের নারীদের উদ্দেশে বাইডেন বলেন, ‘নারীরা এখন অনেক বেশি কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন। এই সময়ে নারীদের কথা শুনবেন, তাদের সমর্থন দেবেন এবং পাশে থাকবেন বলে আশ্বাস দেন বাইডেন।’

উল্লেখ্য, ১৯৭৩ সালে রো বনাম ওয়েড ঐতিহাসিক মামলায় একটি গর্ভপাতের অধিকারকে নিশ্চিত করে রায় দেওয়া হয়। তবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গর্ভপাত অধিকার আইন বাতিল হতে পারে বলে গত মাসের শুরুর দিকে ফাঁস হওয়া খসড়া রায়ে আভাস মিলেছিল।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন