ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

পুতিনের জয় বিশ্বের জন্য বিপর্যয়কর

পুতিনের জয় বিশ্বের জন্য বিপর্যয়কর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রুশ-ইউক্রেন যুদ্ধে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জিতে গেলে বিশ্বের জন্য তা নিশ্চিতভাবেই বিপর্যয়কর হবে বলে মনে করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। রোববার (২৬ জুন) সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন জনসন।

জনসন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোকে যুদ্ধ বন্ধ করতে মস্কোর ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখার অনুরোধ করে বলেন, আমি কেবল যুক্তরাষ্ট্রের নাগরিকদের এটিই বলব এটি এমন কিছু যা আমেরিকা ঐতিহাসিকভাবেই করে এবং তাদের করতে হবে। এটি শান্তি, স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে পদক্ষেপ নেয়া।

যদি আমরা পুতিনকে এটি নিয়ে যেতে দিই; একটি মুক্ত, স্বাধীন, সার্বভৌম দেশের বিশাল অংশ জয় করতে দিই, যেটি তিনি করতে চাইছেন, তা হলে বিশ্বের জন্য এর পরিণতি একেবারেই বিপর্যয়কর হবে।

বিশ্বের শীর্ষ সাত শক্তিশালী অর্থনীতির দেশের সংগঠন জি-৭। মস্কোর ওপর আরও চাপ সৃষ্টি করতে এরই মধ্যে জি-৭ ভুক্ত চার দেশ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও জাপান রাশিয়া থেকে সোনা আমদানি বন্ধ করার ঘোষণা দিয়েছে, যা শিগগির বাস্তবায়ন করা হবে।

বাকি তিন দেশ জার্মানি, ফ্রান্স ও ইতালিও একই নিষেধাজ্ঞা আরোপ করবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন