ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ইউক্রেনের শপিংমলে হামলায় নিহত বেড়ে ১৮, নিন্দার ঝড়

ইউক্রেনের শপিংমলে হামলায় নিহত বেড়ে ১৮, নিন্দার ঝড়
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ইউক্রেনের মধ্যাঞ্চলের শহর ক্রেমেনচাকে শপিংমলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ১৮-তে  দাঁড়িয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 বিশ্ব নেতারা হামলাকে ‘ন্যক্কারজনক’ অভিহিত করে নিন্দা জানিয়েছেন।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড হামলাকে ‘সম্পূর্ণ অসুস্থ’ আক্রমণ উল্লেখ করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল মঙ্গলবার ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার নৃশংসতা নিয়ে আলোচনা করবে। তিনি বলেন, রাশিয়াকে অবশ্যই জবাদিহিতার আওতায় আনতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিনকেও এই অপরাধের জন্য রাশিয়াকে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এদিকে জার্মানিতে সম্মেলনে অংশ নেওয়া শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-৭-এর নেতারা এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘নিরপরাধ বেসামরিক মানুষের ওপর এভাবে নির্বিচার হামলা যুদ্ধাপরাধের শামিল। সূত্র: রয়টার্স, আল জাজিরা


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন