বাইডেনের স্ত্রী ও কন্যার ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

মস্কোর ওপর ওয়াশিংটনের নিষেধাজ্ঞার জবাবের অংশ হিসেবে রাশিয়ার কালো তালিকাভুক্ত হওয়া সর্বশেষ মার্কিন ব্যক্তি হলেন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী ও কন্যা।
মঙ্গলবার ঘোষিত রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার তালিকার শীর্ষে রয়েছেন ফার্স্ট লেডি জিল বাইডেন ও কন্যা অ্যাশলে বাইডেন।
এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন মোট ২৫ জন। তাদের মধ্যে রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেল (আর-কেওয়াই), সুসান কলিন্স (আর-এমই), চক গ্রাসলি (আর-আইএ) এবং বেন সাসে (আর-এনই) আছেন। ডেমোক্র্যাটিক সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড (ডি-এনওয়াই) এবং মার্টিন হেনরিচর (ডি-এনএম) এই তালিকায় রয়েছেন।
এর আগে, গত ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান, সিআইএ প্রধান উইলিয়াম বার্নসসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল রাশিয়া।
এএজে
