ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে দেখা গেছে ১৪৪৩ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ। সৌদি আরব, কাতার, ওমান, আরব আমিরাসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৯ জুলাই।

গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েহে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় সৌদি আরবের তামির পর্যবেক্ষণ কেন্দ্র থেকে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী বৃহস্পতিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।

পবিত্র জিলহজ মাসের দশম দিন মুসলিম বিশ্ব ঈদুল আজহা পালন করে। সে অনুযায়ী আগামী ৯ তারিখ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপিত হবে। আর জিলহজ মাসের নবম দিন অর্থাৎ ৮ জুলাই পালিত হবে হজ।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপিত হয়। সে হিসাবে এবার আগামী ১০ জুলাই ঈদুল আজহা উদযাপিত হতে পারে বাংলাদেশে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন