ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ভারতে একদিনে করোনা শনাক্ত ১৬ হাজার

ভারতে একদিনে করোনা শনাক্ত ১৬ হাজার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬,১৫৯। আগের দিন এই সংখ্যা ছিল ১৩,০৮৬। সম্প্রতি দেশটির ১০টি রাজ্যে করোনাভাইরাসের নয়া রূপ বিএ.২.৭৫ ধরা পড়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের এক বিজ্ঞানী।

কোভিড বুলেটিন অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও বেড়েছে। দেশটিতে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৮ জনের। এর মধ্যে মহারাষ্ট্র ও কেরালায় ছয়জন, রাজধানী দিল্লি ও পশ্চিমবঙ্গে তিনজন করে, গোয়া ও কর্নাটকে দু’জন করে এবং পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু ও উত্তর প্রদেশে একজন করে মারা গেছে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন