ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ ঘোষণার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ  বরিশালে গণঅধিকার সভাপতি নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা আমতলীতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা  সাবেক এমপি শম্ভুর জমি ক্রোক ‍ও ১৬ ব্যাংক হিসাব ফ্রিজ পটুয়াখালীতে ২৩ বছর পর জেলা বিএনপির সম্মেলন, স্নেহাংশু সভাপতি ও মজিবুর সম্পাদক সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস ভোলায় স্বামীকে নির্যাতনের পর গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় দুই আসামি  গ্রেফতার  বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ বামনায় ডেঙ্গু জ্বরের লক্ষণ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক র‍্যালি  বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার কাউন্সেলিং ও মোটিভেশন বিষয়ক সেমিনার 
  • রাজাপুর ও বা‌কেরগ‌ঞ্জে জোয়ারের পা‌নি‌তে ডু‌বে ৩ শিশুর মৃত্যু

    রাজাপুর ও বা‌কেরগ‌ঞ্জে জোয়ারের পা‌নি‌তে ডু‌বে ৩ শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে বন্যার পানিতে ডুবে ৮ বছর বয়সী মাদ্রাসার শিশু শিক্ষার্থী সিয়াম হোসেনর মৃত্যু হয়েছে।

    আজ বুধবার বিকেলে উপজেলার মেডিকেল মোড় সংলগ্ন এলাকার বন্যার পানিতে মাঠে কলাগাছের তৈরি ভেলায় চড়তে গিয়ে এ ঘটনা ঘটে। শিশু শিক্ষার্থী মো. সিয়াম হোসেন উপজেলার পিংড়ি গ্রামের ব্যবসায়ী মো. ফারুক হাওলাদারের ছেলে ও আযীযিয়া নূরাণী কিন্ডারগার্টেন মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্র। সিমায় ও তার পরিবার মেডিকেল মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।

    সিয়ামের বাবা মো. ফারুক হাওলাদার জানান, ব্যবসার কারণেই মেডিকেল মোড় এলাকায় ভাড়া বাসায় থাকি। বুধবার সকাল থেকেই পাশের মাঠে সহপাঠীদের সাথে কলা গাছ দিয়ে ভেলা তৈরি করে খেলা করছিল। কিন্তু দুপুরের পর থেকে তাকে পাচ্ছিলাম না। 

    পরে খোঁজাখুঁজির এক পর্যয়ে মাঠের মধ্যের ডোবায় তাকে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

    এদিকে বা‌কেরগ‌ঞ্জে জোয়া‌রের পা‌নি‌তে ডুবে দুই শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে।

    উপ‌জেলার নিয়াম‌তি ও গাড়ু‌ড়িয়া ইউ‌নিয়‌নে বুধবার দুপু‌রে এই প্রাণহানির ঘটনা ঘ‌টে।

    মৃত সুমাইয়া নিয়াম‌তি ইউ‌নিয়‌নের ঢালমারা গ্রামের হা‌ফিজুর রহমা‌নের মেয়ে এবং গারু‌ড়িয়া ইউ‌নিয়‌নের রুনসী পশুয়ী গ্রা‌মের আলী আজহা‌রের মেয়ে আ‌জোয়া। তাদের দুজনের বয়সই তিন বছর।

    প‌রিদর্শক (তদন্ত) সত্যরঞ্জন খাস‌কেল জানান, ‘নিজ নিজ বা‌ড়ির সাম‌নে জোয়া‌রের পা‌নি‌তে নেমে পা পিছলে ডু‌বে যায় সুমাইয়া ও আ‌জোয়া। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

    রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, শিশুটি পরিবারের লোকজনের অগোচরে বন্যার পানিতে একাই মাঠে কলা গাছের তৈরি ভেলায় চড়তে গিয়ে পানিতে পড়ে মারা গেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।


     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ