ঢাকা সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

Motobad news

ঝালকাঠিতে শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত

ঝালকাঠিতে শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র ক্রীড়া সংগঠক মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগ ও ঝালকাঠি পৌরসভার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। 

টাউন হলে জেলা আওয়ামী লীগ কার্যলয়ে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম। বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরসহ দলীয় নেতৃবৃন্দ।  

পরে পৌরসভা মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, কাউন্সিলর তরুন কর্মকার, রেজাউল করিম জাকির,হাফিজ আল মাহাম্মুদ ও এস এম আল-আমিন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হানিফ, কামাল শরীফ। আলোচনা শেষে শেখ কামালের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন