ঝালকাঠিতে শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত
ঝালকাঠিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র ক্রীড়া সংগঠক মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগ ও ঝালকাঠি পৌরসভার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
পরে পৌরসভা মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, কাউন্সিলর তরুন কর্মকার, রেজাউল করিম জাকির,হাফিজ আল মাহাম্মুদ ও এস এম আল-আমিন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হানিফ, কামাল শরীফ। আলোচনা শেষে শেখ কামালের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
এইচকেআর