ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

ধনীদের ওপর কর বাড়াচ্ছে ইন্দোনেশিয়া

ধনীদের ওপর কর বাড়াচ্ছে ইন্দোনেশিয়া
ধনীদের ওপর কর বাড়াচ্ছে ইন্দোনেশিয়া
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাজস্ব আদায় বাড়াতে উচ্চবিত্ত নাগরিক এবং উচ্চমাত্রায় দূষণ সৃষ্টিকারী প্রতিষ্ঠানগুলোকে আরো বেশি হারে কর আরোপের পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া। করোনার আর্থিক ক্ষতি কাটানো এবং দেশটির বাজেট ঘাটতি ৬ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশে নিয়ে আসতে সম্প্রতি এ-সংক্রান্ত একটি প্রস্তাব পেশ করেছে অর্থ মন্ত্রণালয়।

ব্লুমবার্গের সংবাদ অনুযায়ী, প্রস্তাবটি অনুমোদিত হলে দেশটি এখন জীবাশ্ম জ্বালানি, যান্ত্রিক গাড়ি এবং কারখানা, কার্বন নির্ভর শিল্পপ্রতিষ্ঠানগুলোতে নতুন করে কার্বন কর আরোপ হতে পারে। তাছাড়া উচ্চ আয়ের নাগরিকদের আয়করের সীমা ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে।

বর্তমানে দেশটিতে সব ধরনের পণ্যের ওপর ১০ শতাংশ হারে মূল্য সংযোজন কর আরোপিত রয়েছে। পাশাপাশি ডিজিটাল লেনদেনের ওপরও নতুন করে কর আরোপ করার সিদ্ধান্ত আসতে পারে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন