ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Motobad news

পিরোজপুরে করোনা প্রতিরোধে ট্রাফিক পুলিশের মাস্ক বিতরণ

 পিরোজপুরে করোনা প্রতিরোধে ট্রাফিক পুলিশের মাস্ক বিতরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কোভিড-১৯ মোকাবিলায় দেশব্যাপী পুলিশের কর্মসূচীর অংশ হিসেবে সচেতনতার লক্ষে পিরোজপুরে পথঘাটে কাজ করছে জেলা পুলিশ। তারই অংশ হিসেবে বুধবার সকালে জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে সিঅফিস বঙ্গবন্ধু চত্ত¡রে মাস্ক , লিফলট বিতরণ ও সচেতনতার জন্য মাইকিং করেন জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন পিপিএম, সদর থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল, ডিবির অফিসার ইনচার্জ মো: হারুন অর রশিদ, ট্রাফিক ইনচার্জ নাজিমুদ্দিনসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। এসময় বিভিন্ন গাড়ীতে স্টিকার লাগিয়ে দেয়া হয় এবং যাত্রীদের মাস্ক ব্যাবহার নিশ্চিতে জোড়দার ঘোষনা দেয়া । 

 পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, দেশব্যাপী পুলিশের কর্মসূচীর অংশ হিসেবে সচেতনতার লক্ষে লিফলেট ও মাস্ক বিতরণ, সচেুনতার জন্য মাইকিং, স্টিকার লাগানোর সহ বিভিন্ন্ কার্যক্রম করে যাচ্ছে জেলা পুলিশ। এরই ধরাবাহিকতায় আজ সিঅফিস বঙ্গবন্ধু চত্ত¡রে সচেনতার জন্য আমরা এসেছি প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করতে হবে। যারা স্বাস্থ্যবিধি মেনে মাক্স ব্যবহার করবে না তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। করোনা সচেতনতায় জেলা পুলিশ সারাক্ষণ পাঠে থেকে কাজ করে যাচ্ছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন