‘বিএনপি নৈরাজ্য সৃষ্টি করে শান্ত জনপদকে অশান্ত করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে’


ভোলার দৌলতখানে উপজেলা ও পৌর শ্রমিকলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভোলা -২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, 'বিএনপি -জামায়াত জোট সরকারের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর অনেক নির্যাতন হয়েছে। বিএনপি কর্মীদের হামলায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে। এখন এই জনপদের মানুষ শান্তিতে আছে। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করে শান্ত জনপদকে অশান্ত করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। '
এমপি মুকুল বলেন, 'সারাবিশ্বের মতো বাংলাদেশেও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে মানুষের কষ্ট হচ্ছে। আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় উপজেলা টাউনহলে উপজেলা শ্রমিক লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন ভোলা জেলা শ্রমিক দলের নেতা শাহে আলম মিয়া।
সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মো. সিরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম নবী নবু, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু।
এইচকেআর
